ডার্ক মোড
Thursday, 22 May 2025
ePaper   
Logo
শিক্ষার্থীদের সুস্থ জীবনের জন্য খেলাধুলা অপরিহার্য -ইউএনও

শিক্ষার্থীদের সুস্থ জীবনের জন্য খেলাধুলা অপরিহার্য -ইউএনও

 

গোলাম রব্বানী, গোপালগঞ্জ 
  
গোপালগঞ্জ সদর উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।  
 
বুধবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান।  
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা শুধু শরীরচর্চা বা আনন্দের জন্য নয়, এটি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ দেহে গঠিত হয় সুন্দর মন, আর সুন্দর মনের মানুষই দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারে।”  
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম তালুকদার এবং সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুন চন্দ্র মন্ডল।  
 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসমাইল হোসেন প্রমুখ।  
 
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন