ডার্ক মোড
Thursday, 22 May 2025
ePaper   
Logo
বরগুনায় ফ্লাট বাসা থেকে দরজা ভেঙ্গে নারীর মরদেহ উদ্ধার

বরগুনায় ফ্লাট বাসা থেকে দরজা ভেঙ্গে নারীর মরদেহ উদ্ধার

 

 
অলিউল্লাহ্ ইমরান,  বরগুনা
বরগুনা শহরের মোশারফ কমিশনারের বাড়ি থেকে রোজি (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে বরগুনা থানা পুলিশ। মৃত রোজি দুই সন্তানের জননী ছিলেন।
 
বুধবার (২১ মে) দুপুর আনুমানিক দুইটার দিকে খবর পেয়ে বরগুনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। 
 
 
 
পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে রোজির সন্তানরা তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। একাধিকবার ফোন করে ব্যর্থ হয়ে তারা বুধবার দুপুরে বাড়িতে আসেন। এসে দেখেন বাসার দরজায় তালা দেওয়া। 
 
পরবর্তীতে বাসার মালিক পক্ষের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা মায়ের নিথর মরদেহ দেখতে পান। পুলিশকে খবর দিলে, থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 
 
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার বলেন , মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন