
আন্তর্জাতিক মি. ইউনিভার্সে চিলমারীর সাদিফ সাদ
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
চিলমারী উপজেলার বাসিন্দা, তরুণ সাদিফ সাদ, সম্প্রতি “মি. ইউনিভার্স বাংলাদেশ ২০২৫” খেতাব অর্জন করেছেন। এই অর্জনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
সাদিফ সাদ কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তিনি উপজেলার মন্ডলপাড়া গ্রামের এস এ মন্ডল সবুজের ছেলে।
সাদিফ সাদ বলেন, “এই মঞ্চে দাঁড়িয়ে আমি আজ শুধু সাদিফ সাদ না — আমি মি. ইউনিভার্স বাংলাদেশ ২০২৫! এই সম্মান আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোর একটি। বিশ্বের সেরা প্রতিযোগীদের মাঝে আমি আজ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, এটা ভেবেই আমি গর্বিত। এই মঞ্চে আসার পেছনে ছিল কঠোর পরিশ্রম, আত্মত্যাগ আর অনেক প্রস্তুতি। আমি মি. ইউনিভার্স বাংলাদেশ হওয়ার পর থেকেই শুরু হয় আমার গ্রুমিং, ফিটনেস, ডায়েট আর মেন্টাল ট্রেনিং। এই প্ল্যাটফর্মে আমি শুধু আমার সৌন্দর্য নয়, বরং আমার দেশের কালচার, শক্তি আর আত্মবিশ্বাসকে তুলে ধরছি। বাংলাদেশ আমার অহংকার।”
তিনি আরও বলেন, "আমি খুব সাধারণ একটা পরিবারে বড় হয়েছি। আমার বাবা, মা ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। ছোটবেলায় তেমন বন্ধু ছিল না, অনেক একা ছিলাম। কিন্তু ভেতরে একটা আগুন ছিল — নিজেকে প্রমাণ করার, নিজের পরিচয় তৈরির। সেই আগুনটাই আমাকে এখানে এনেছে। নিজেকে প্রমাণ করার জন্য আমি লড়ছি সেই সমাজের বিরুদ্ধে, যারা ভাবত একজন ব্যবসায়ী ও শিক্ষকের ছেলে হয়ে মডেল হওয়া ‘শোভা’ পায় না। আমি লড়ছি যেন একজন মানুষ, যাকে একসময় কেউ চিনতো না, একদিন অনেকের প্রেরণা হতে পারে। যখন কেউ ছিল না পাশে, যখন নিজের প্রতিচ্ছবিকেও চিনতে পারতাম না। কিন্তু সেখান থেকেই আমি শিখেছি — আলো শুধু বাইরেই না, নিজের ভিতরেও খুঁজে পেতে হয়। আমি নিজেকেই ধরে তুলে আনছি, প্রতিদিন।”
সাদিফ সাদ বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন করছেন। আগামী ১০ আগস্ট থেকে ১৮ আগস্ট ভারতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তিনি প্রতিযোগিতায় সফলতার জন্য সকলের কাছে দোয়া ও পাশে থেকে সাপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন