ডার্ক মোড
Thursday, 22 May 2025
ePaper   
Logo
নকলায় দৈনিক আলোকিত বাংলাদেশ’র বর্ষপূর্তি উদযাপন

নকলায় দৈনিক আলোকিত বাংলাদেশ’র বর্ষপূর্তি উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি

উন্নয়নের মূলধারার অঙ্গীকারে মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা দানের লক্ষে বস্তুুনিষ্ঠ ও সাহসিকতার সহিত খবর প্রকাশের উজ্জল দৃষ্টান্ত দেশের শীর্ষস্থানীয় দৈনিক

আলোকিত বাংলাদেশ পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ তথা ১৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে শেরপুরের নকলায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) রাতে আলোকিত বন্ধুৃ ফোরামের আয়োজনে নকলা প্রেস ক্লাবের অফিস কক্ষে পত্রিকাটির উপজেলা প্রতিনিধি ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন—এর

সভাপতিত্বে এসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক ওবিভিন্ন পেশাশ্রেণীর জনগন শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সুধীজনদের শুভেচ্ছা বক্তৃতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার

বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, দৈনিক যায়যায়দিন’র সাংবাদিক শফিউল আলম লাভলু, প্রেস ক্লাবের

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম লালন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল—আমিন, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান নাহিদ ও প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল 

ইসলাম রিজন প্রমুখ।

বক্তারা বলেন, আলোকিত বাংলাদেশে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সঙ্গে বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমনে স্থান করে নিয়েছে। একটি পত্রিকা নিরবিচ্ছিন্ন ভাবে ১৬টি বছর

অতিক্রম করা সহজ বিষয় নয়। যাদের হাতে এই পত্রিকা সৃষ্টি হয়েছে তারা শুধু নিজেদের পত্রিকা ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে আলোকিত করার লক্ষ্যে নয়, বরং পুরো বাংলাদেশকে আলোকিত করার জন্য

নিরলস কাজ করে যাচ্ছেন। তারা আরো বলেন, বিভিন্ন সময় বাংলাদেশে ঘটে যাওয়া নানান প্রেক্ষাপটে এই মিডিয়া হাউজে যে সকল প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিলো, তা সাহসিকতার

সহিত খবরের মাধ্যমে মোবাকেলা করে সামনের দিকে দ্রুত এগিয়ে চলছে। দেশবাসীর কাছে খবর সংশ্লিষ্ট বিশ্বাসের আরেক নাম যেন দৈনিক আলোকিত বাংলাদেশ। ভবিষ্যতে এই ধারা অব্যাহত

থাকবে বলে তারা আশা ব্যক্ত করেন। তাছাড়া, গণমাধ্যম প্রতিষ্ঠান হিসাবে দৈনিক আলোকিত বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন বক্তারা।

আলোচনা সভার পরে কেক কেটে পত্রিকাটির জন্মদিন উদযাপন করা হয়। সব শেষে দৈনিক আলোকিত বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ

দোয়া পারচালনা করা হয়।

এসময় নকলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য শীমানুর রহমান সুখন, রেজাউল হাসান সাফিত,

মোশাররফ হোসেন শ্যামল, সুজন মিয়া ও রাইসুল ইসলাম রিফাত, সহযোগী সদস্য সাংবাদিক হাসান মিয়া, গোলাম আহম্মেদ লিমন, হেলাল উদ্দিন বাবু ও জাহাঙ্গীর মোহাম্মদ আদেলসহ

প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার শুভাকাঙ্খিজন ও উপজেলা বন্ধুৃ ফোরামের সদস্যগন উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন