ডার্ক মোড
Sunday, 25 May 2025
ePaper   
Logo
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক শুরু হয়েছে। বৈঠকে যোগ দিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ (২৪ মে) রাত ৮টা ২৮ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছায়।

 দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। বৈঠকটি রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল।

এর আগে এক বিবৃতিতে এনসিপি জানায়, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন।

এর আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন বিষয়ে আলোচনা করে। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও মঈন খান।

এরপর রাত ৮টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তাদের আলোচ্য বিষয়ও ছিল জাতীয় নির্বাচন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন