ডার্ক মোড
Sunday, 25 May 2025
ePaper   
Logo
আগামী রমজানের পর নির্বাচন পেছানোর পক্ষে নয় জামায়াত: আমীর শফিকুর

আগামী রমজানের পর নির্বাচন পেছানোর পক্ষে নয় জামায়াত: আমীর শফিকুর

স্টাফ রিপোর্টার

দেশে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক বিরোধ নিষ্পত্তিতে সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের শীর্ষ প্রতিনিধিদলের বৈঠকের পর এক সংবাদ সম্মেলন একথা জানান তিনি।  

তিনি বলেন, ঘোষিত সময়সীমার মধ্যে জনগণের বড় ধরনের ভোগান্তি ছাড়া একটি স্বস্তিজনক সময়ে নির্বাচন হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিভিন্ন সময় আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন।

জামায়াতের আমীর মনে করেন, সময়টি কখন, সেটির একটি রোডম্যাপ (পথনকশা) দরকার। পাশাপাশি সংস্কারেরও রোডম্যাপ প্রয়োজন। তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান হতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এই সরকার করতে পারবে না। মাত্র পাঁচটি সংস্কারে সরকার হাত দিয়েছে। সেগুলো সন্তোষজনকভাবে নিষ্পত্তি হওয়া উচিত।

শফিকুর রহমান বলেন, সবাই এগিয়ে এলে অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে অর্থবহ নির্বাচন হতে পারে।

জামায়াতের আমীর বলেন, আমরা আমাদের পক্ষ থেকে বলেছি, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ যাতে প্রকাশ করে সরকার। আমরা আমাদের দুটি সময় জানিয়েছি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, কিংবা রমজানের পরপরই। 

তিনি আরও বলেন, আমরা আগে প্রয়োজনীয় সংস্কার এবং বিচারের বিষয়ে দাবি জানিয়েছি। প্রয়োজনীয় সংস্কার শেষ করতে যদি আরও একটু সময় লাগে, সেক্ষেত্রে আগামী রমজানের পর পর্যন্ত সময় নিতে পারে। কিন্তু রমজানের পরে বেশি সময় দেওয়ার পক্ষে না।

শফিকুর রহমান বলেন, দেশে গত কয়েকদিন যে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে, সেই প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অসন্তুষ্টি প্রকাশ করে। সেখান থেকে দেশে এক ধরনের অনিশ্চয়তা দেখা যায়। দুটি রাজনৈতিক দলের দুই দাবি নিয়ে আন্দোলন চলায়, প্রধান উপদেষ্টা অসন্তুষ্ট হয়েছেন। এখন সে অনিশ্চয়তা ও সংকট অনেকটাই কেটে গেছে। দেশ সবার, দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে।

তিনি আরও বলেন, "গত ১৬ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হলে, মানুষ আর তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে না।"

এর আগে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রথমে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর রাত আটটার দিকে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় পৌঁছান জামায়াতের প্রতিনিধি দল।

জামায়াতের ডা. আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের- এর দুই সদস্যের এই প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন