ডার্ক মোড
Saturday, 17 May 2025
ePaper   
Logo
নগর ভবনের সব ফটকে তালা ঝুলাল ইশরাক সমর্থকরা

নগর ভবনের সব ফটকে তালা ঝুলাল ইশরাক সমর্থকরা

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানো ও দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার পর নগর ভবনের সবকটি ফটকে তালা ঝুলিয়েছে তার সমর্থকরা। এতে নগর ভবন থেকে সেবাসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে নগর ভবনে প্রবেশের সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ‘ঢাকাবাসী’ ব্যানারে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেওয়া ইশরাকের সমর্থক ও অনুসারীরা এই পদক্ষেপ নিয়েছেন। তারা নগর ভবনে মোট ৬৫টি তালা লাগিয়েছেন বলে জানা গেছে।

ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে কালবিলম্ব করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দায়ী করে তাকে নগর ভবনে অবাঞ্ছিতও ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের এমন পদক্ষেপের কারণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অফিসেরও সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কারণ সচিবালয়ে অগ্নিকাণ্ডে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অফিস পুড় যাওয়ার পর নগর ভবনেই এই উপদেষ্টার কার্যালয় স্থানান্তর করা হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ সকাল ৯টার দিকে নগর ভবনের সামনে ইসরাক সমর্থকরা জড়ো হয়ে বেলা ১১টা পর্যন্ত বিক্ষোভ করেন। পরে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যান তারা। কিন্তু পুলিশি বাধার মুখে পড়ে ফিরে নগর ভবনের সামনে আবারও অবস্থান নেন তারা।

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান আগামীকাল রবিবার দুপুর দেড়টা থেকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে শনিবারের কর্মসূচির সমাপ্তির ঘোষণা করেন।

নির্বাচনী আপিল ট্রাইব্যুনালের রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করা হয়। পরে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গেল ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল তাপসের বিজয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেয়। গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

সবশেষ গত বৃহস্পতিবার বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের দায়েরকৃত নির্বাচনী মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল দায়ের না করার বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কিনা, সে বিষয়ে মতামত চেয়ে আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন