
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকা’র সভাপতি নাহিদ, সম্পাদক কিরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা’র (কেজেএফডি) দ্বি-বার্ষিক সম্মেলনে দুই বছরের মেয়াদী (২০২৫-২৭) নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নাহিদুজ্জামান নাহিদ, সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান কিরণ নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৭ মে) রাজধানীর সেগুনবাগিচাস্থ একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ উপদেষ্টা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মঈনউদ্দিন আহমেদ, শফিক ইসলাম, মো. রিয়াজ উদ্দিন ও মো. মেহেদী হাসান।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাসুম বিল্লাহ, সহ-সভাপতি শহীদুল ইসলাম বিশ্বাস, শফিক ইসলাম, সাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন (মাসুম), রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক কাজী খায়রুল বাশার, দফতর সম্পাদক শামীম আহসান, অর্থ সম্পাদক মো. ইমন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং আইসিটি সম্পাদক মো. আল-আমিন নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন- আল-আমিন মাসুদ, সোহেল রানা বেলাল, নজরুল ইসলাম মঞ্জু, আসলাম হোসেন, মো. রাসেল ও রাশেদুল হাসান রাশেদ।
নির্বাচিত সভাপতি ও সম্পাদক নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের অগ্রগতির জন্য সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সভাপতি মুজিবুর রহমান সুমন, মোহসিন সরদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক জিয়াউল হক সুমন, ফারুক কর্তৃক প্রতিষ্ঠিত দৈনিক আমার কাগজ-এর নির্বাহী সম্পাদক নাহিদ।