
অন্তর্বর্তী সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য মানবিক করিডোর দিতে চায় : বাংলাদেশ সমতা পার্টি
সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমতা পার্টি নাগরিক সমাবেশ আয়োজন করে। হানিফ বাংলাদেশীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাজনীতিবিদ হাবিবুর রহমান রিজু, আব্দুলা আল মামুন, কেসি মজুমদার, শেখ নাসির উদ্দীন, শামসুদ্দিন রাকিব, মো. মহসিন, দিদারুল আলম, রফিকুল ইসলাম, সৌরভ হোসেন বেলাল, আরিফুর রহমান, মো. ইয়ামিন সহ অনেকে।
সমাবেশে হানিফ বাংলাদেশী বলেন, অন্তবর্তীকালীন সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা না করে দেশ বিরোধী মানবিক করিডোর দিতে চায়। ২০১৩ সালে তৎকালীন সরকার ১২ লক্ষ রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দিয়েছে, এখন রোহিঙ্গা বাংলাদেশে নানা রকম সংকট সৃষ্টি করছে। এই রোহিঙ্গা ফেরত তো পাঠাতে পারেইনি তার উপর করিডোর দিলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। গত ৮ মাস সেন্ট মার্টিনে বাংলাদেশের জনগণ যাতায়াত করতে পারছে না এই নিয়ে জনমত সন্দেহ বিরাজ করছে। এখন চট্টগ্রাম বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য চুক্তি হচ্ছে। এই ভাবে একের পর সন্দেহ জনগণের মনে আতংক সৃষ্টি করছে। জনগণ মনে করছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এই দেশ বিরোধী কর্মকান্ড করছে।
সমতা পার্টি মনে করে যদি মানবিক করিডোর দিতে হয় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করতে হবে। সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের ব্যবস্থা করতে হবে। চট্টগ্রাম বন্দর কোন বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া যাবে না।