ডার্ক মোড
Tuesday, 20 May 2025
ePaper   
Logo
শিক্ষার মান বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে অতিদ্রুত ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ দিতে হবে ; নোয়াখালীতে শিবির সেক্রেটারি

শিক্ষার মান বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে অতিদ্রুত ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ দিতে হবে ; নোয়াখালীতে শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি 
 
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বিশ্বাস করে আল্লাহর জমিনে কালেমার পতাকা উড্ডীন করার জন্য কোরআনের নীতি আগে বাস্তবায়ন করা দরকার বলেছেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
 
সোমবার বিকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফকিরহাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইসলামী ছাত্রশিবির এর জেলা উত্তর শাখার আয়োজনে ৮৭ তম শহীদ গোলাম জাকারিয়ার ২৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরোও বলেন, গত ১৫ বছর দেশে কি পরিমাণ লুটপাট দুর্নীতি হলে একটা দেশের মসজিদের ইমাম থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পর্যন্ত পালিয়ে যেতে হয়।
 
তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয় গুলোতে বিগত দিনে ছাত্রলীগ যেভাবে নিয়ন্ত্রণ করেছে, সেখান থেকে বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এছাড়া শিক্ষার মান বাড়াতে বিশ্ববিদ্যালয় গুলোতে অতিদ্রুত ছাত্র সংসদের নির্বাচনের রোডম্যাপ চান তিনি।
 
এইসময় ছাত্রশিবির এর জেলা উত্তর শাখার সেক্রেটারি মোজাহিদুল ইসলাম সঞ্চালনায় এবং উত্তর শাখার সভাপতি দাউদ ইসলাম এর সভাপতিত্বে ও শিবির জেলা উত্তর সেক্রেটারি মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায়,
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ সাইয়েদ আহম্মদ, ছাত্রশিবির এর কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক নোমান হোসেন নয়ন। সেনবাগ উপজেলা জামাতের আমীর ইয়াসিন করিম।
 
কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও নোয়াখালী জেলা শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান, জেলা দক্ষিণ শাখার সভাপতি সাইফুর রসূল ফোহাদ,শহর শাখার সহ অনেকেই উপস্থিত ছিলেন।
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন