ডার্ক মোড
Sunday, 25 May 2025
ePaper   
Logo
দিনাজপুরে ছাত্র-জনতার উপর হামলাকারী ১০ জন আটক

দিনাজপুরে ছাত্র-জনতার উপর হামলাকারী ১০ জন আটক

 

 দিনাজপুর প্রতিনিধি 
দিনাজপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী ফ্যাসিস্ট আওয়ামীলীগের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। 
 
শুক্রবার (২৩ মে) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ।
 
আটককৃতরা হলো-  দিনাজপুর পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক রামনগর এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে মোকছেদুর রহমান শাহজাদা (৪৬),  দিনাজপুর পৌর আওয়ামী লীগের সদস্য শহরের লালবাগ এলাকার মৃত মহসিন আলীর ছেলে মুনতাসির মাহমুদ মিলন (৪৮), একই এলাকার মাহফুজুর রহমানের ছেলে পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন রকি (৩৮), ১নং চেহেলগাজি  ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য বাগেরহাট এলাকার মোহাম্মদ মোঃ রফিক হাসানের ছেলে রকি হাসান (২১), দিনাজপুর পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রামনগর ১নং মসজিদ এলাকার মৃত মোস্তফা হোসেনের ছেলে মো: আনোয়ার হোসেন (৫০), চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সহ-সম্পাদক ও মহাদেবপুর এলাকার মহিউদ্দিনের ছেলে সাদিকুল ইসলাম (৪৫), একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও আশির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫৩), শেখপুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশ্বনাথপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে শাহিনুর ইসলাম (৪০), চেহেলগাজী ইউনিয়নের শ্রী হরি মোড় এলাকার মৃত মোবারক আলীর ছেলে আজগর আলী (৫৫) ও দিনাজপুর শহরের ঘাষিপাড়া এলাকার স্বামী জুল ইসলামের ছেলে ও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য রিয়াজুল ইসলাম (৫৪)। 
 
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুলাই ছাত্র-জনতা আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ মানুষের উপর নানা ভাবে অত্যাচার করতেন তারা। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন