
লৌহজংয়ে তিন দিনব্যাপি ভূমি মেলা :এক দিনেই পাওয়া যাবে নামজারী, চান্দিনা ভিটি ও ভিপি লিজ সেবা
মুন্সীগঞ্জ (দক্ষিন) প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে আজ শুরু হচ্ছে ৩ দিন ব্যপি ভূমি মেলা। উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস। এ উপলক্ষে শনিবার বিকালে স্থানীয় সাংবাদিকদে সাথে এক অবহিত সভা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, দুর্নীতিমুক্ত, গতিশীল ও জবাবদিহিতামূলক প্রশাসন গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করি। এ মেলার মাম্যমে ভূমি অফিস সমূহে উন্নয়ন কর ও খাজনা সহজেই পদান করা যাবে। এক দিনেই নামজারি সেবা পাওয়া যাবে। চান্দিনা ভিটি ও ভিপি লিজ এক দিনেই নবায়ন করা যাবে। সরকারি ফি প্রদান সাপেক্ষে সিএস, এসএ, আর এস এবং নামজারি খতিয়ান অনলাইন কপি ও ডিসি আর প্রদান করা হবে। এছাড়া তিনি আরো বলেন, লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ২৭ মে মেলার শেষ দিনে সকাল ১০ টায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বিজয়ী শিক্ষার্থীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।