
নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
নীলফামারী সংবাদদাতা
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় নীলফামারী বড় মাঠে অনুষ্ঠানটি হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা প্রশাসক নাফিউর রহমান। নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার চেয়ারম্যান গাছ র সভতাপতিত্বে অনুষ্ঠানটি বিশেষ আয়োজন হিসেবে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল আলম মন্ডল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আক্তারুন গনি আফসানা, কুসুমলতা, মোতাহার হোসেন প্রমুখ।
সরকারী উপজেলা শিক্ষা অফিসার জানালেন তারা জানালেন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার মধ্যে রয়েছে ক্রীড়া, সাংস্কৃতিক, বিজ্ঞানভিত্তিক কুইজ ও কবিতা। উপজেলা পর্যায়ের প্রথম "ন"-এর অধিকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে। আগামী ২৭ এপ্রিল রংপুর সিটি স্কাউট ভবনে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সঙ্গে ছবি আছে।