ডার্ক মোড
Tuesday, 20 May 2025
ePaper   
Logo
কারফিউ জারির পরও চোরাকারবারিদের লাগাম টেনে ধরা যায়নি! মেঘালয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি আহত

কারফিউ জারির পরও চোরাকারবারিদের লাগাম টেনে ধরা যায়নি! মেঘালয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি আহত

হাবিব সরোয়ার আজাদ,সিলেট ব্যুরো


ভারতের মেঘালয়ের অভ্যন্তরে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সামছু মিয়া নামে এক বাংলাদেশি চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার ভোরে বিজিবি সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ সীমান্তের ওপারে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে মেঘালয় ষ্টেইটের শিলং ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহলদল চার বাংলাদেশি চোরাকারবারিকে লক্ষ করে গুলি বর্ষণ করে।
এরমধ্যে গুলিবিদ্ধ সামছু জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি সীমান্তগ্রাম রাজাপাড়ার সাক্তার মিয়ার ছেলে।
সোমবার সকালে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জের অতিরিক্ত পরিচালাক( টু-আইসি) মেজর মো. মঈনুল আলম সীমান্তের স্থানীয় লোকজনের বরাতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবির টু-আইসি জানান ভারতের মেঘালয়ে কারফিউ জারির পরও রোববার রাতের কোন এক সময় ২৮ বিজিবি ব্যাটালিয়নের বিশ্বম্ভরপুরের চিনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মেইন পিলার ১২১০/১০ অতিক্রম করে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে সামছু সহ বাংলাদেশি চার চোরাকারবারি অবৈধভাবে ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করে চোরাচালানের মালামাল এপারে বাংলাদেশে নিয়ে আসার জন্য।
সোমবার ভোররাতে ভারতের মেঘালয় ষ্টেইটের শিলং ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল সামাছু সহ এপারের চোরাকারবারিদের আটক করলে চোরাকারবারিরা বাদানুবাদে জড়ায় বিএসএফ টহল দলের সাথে।
এরপর ক্ষিপ্ত হয়ে বিএসএফ ওই চার চোরাকারবারিকে লক্ষ করে গুলিবর্ষণ করে।
সামছু বাম হাতে গুলিবিদ্ধ হয়ে তার সহযোগিদের নিয়ে পালিয়ে বাংলাদেশে ফিরে এসে আত্বগোপনে থেকে চিকিৎসা গ্রহন করে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন