
লৌহজংয়ে প্রায় ২ কোটি টাকার অবৈধ চিংড়ি ভেসে বাজেয়াপ্ত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
লৌহজংয়ে পোনে ২ কোটি টাকা মূল্যের সাড়ে ২১ লাখ পিস চিংড়ির অবৈধ রেনু জব্দ মুন্সীগঞ্জ (দক্ষিন)প্রতিনিধি॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ২১ লাখ ৫০ হাজার পিস অবৈধ চিড়িংর রেনু জব্দ করা হয়েছে।
সোমবার বেলা রাত ২টার দিকে পদ্মা সেতু টোল প্লাজার কাছে এ রেনু চিংরি জব্দ করা হয়। যার অনুমানিক মূল্য কোটি ৭৫ লাখ টাকা। লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, সোমবার বোর রাত ২টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস ও কোস্ট গার্ড পদ্মা সেতু কন্টিজন অফিস মাওয়া টোলপ্লাজার দিকে এক যৌথ অভিযান পরিচানা করে। এসময় কক্সবাজার থেকে একটি ট্রাক ৪৩টি ড্রামে করে ২১ লাখ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ির রেনু নিয়ে সাতক্ষিরা যাচ্ছিল। যার অনুমানিক মূল্য পোনে ২ কোটি টাকা। যৌথ বাহিনীর সদস্যরা ট্রাকটি তল্লাশি করে ওই চিংড়ির রেনু জব্দ করে। তবে রেণু প্রকৃত মালিক খুজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত রেণুর পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।