ডার্ক মোড
Tuesday, 20 May 2025
ePaper   
Logo
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈদ্যুতিক শক দিয়ে পিক আপের ১৬৮ কার্টুন মাছ লুট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈদ্যুতিক শক দিয়ে পিক আপের ১৬৮ কার্টুন মাছ লুট

মুন্সীগঞ্জ (দক্ষিন) প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে চালক ও হেল্পারকে বৈদ্যুতিক শক দিয়ে ১৬৮ কার্টন মাছ বোঝাই পিকআপ ভ্যান লুট করে নিয়ে গেছে এক দল ডাকাত।

এসময় মারধরে আহত হন পিকআপ চালক আবু বক্কর সিদ্দিক সাগর (২৮) ও হেলপার আল আমিন হোসেন (২৫)। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পিকআপ ভ্যানের হেলপার আল আমিন হোসেন জানান, ১৬৮ কার্টুন মাছ নিয়ে যশোর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাছিলেন তারা। এক্সপ্রেসওয়ের ফেরিঘাট এলাকায় পৌঁছালে নীল রঙের আরেকটি বড় পিকআপ পেছন থেকে এসে গতিরোধ করে।

এসময় ওই পিকআপ থেকে একজন লাফিয়ে মাছবাহী পিকআপটিতে উঠে পড়ে।

মুহুর্তেই কালো সদৃশ্য একটি বস্তু দিয়ে ওই ব্যক্তি বৈদ্যুতিক শক দেন পিকআপ চালকের গলায়।

এতে মুহুর্তেই দুর্বল হয়ে পড়েন তিনি।

পরে পিকআপ থেকে নামিয়ে ড্রাইভার ও চালককে হাত-পা বেঁধে ও মুখে গামছা ঢুকিয়ে মারধর করে নিজেরে পিকআপের পেছনে তুলে ব্যাপক মারধর করা হয় এবং ত্রিপল দেিয় ঢেকে রাখা হয়।

একপর্যায়ে হাসাড়া এলাকার সার্ভিস লেনে নিয়ে একটি গাঁছের সাথে তাদের দুইজনকে বেঁধে রেখে মাছবোঝাই পিকআপ নিয়ে ঢাকার দিকে চলে যায় লুটেরারা।

তিনি জানান, পরবর্তীতে স্থানীয় এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক আমাদের গাছের সাথে বাঁধা অবস্থায় দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমে বলেন, ‘যশোর থেকে ব্রাক্ষণবাড়িয়ায় মাছ নিয়ে যাচ্ছিলো পিকআপটি। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

জড়িতরে শনাক্ত ও আটকে তৎপর রয়েছে পুলিশ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন