ডার্ক মোড
Tuesday, 20 May 2025
ePaper   
Logo
বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৩ জেলে আটক

বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৩ জেলে আটক

 বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় প্রায় দুই লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, একটি ফিশিং ট্রলার ও দুটি মাছ শিকারের ট্রলিং বোট জব্দ করা হয়।

সোমবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

বাংলাদেশ সরকার কর্তৃক সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ মে ২০২৫ তারিখ শনিবার রাত সাড়ে ৯ টা হতে ১৮ মে ২০২৫ তারিখ রবিবার রাত ৯ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনার পাথরঘাটা থানাধীন বলেশ্বর নদীর চরদুয়ানী ও কোস্ট গার্ড বোটপুল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালনাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ফিশিং বোট তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির ২ শত কেজি সামুদ্রিক মাছ (৫০ কেজি কাইল্লা মাছ, ৫০ কেজি ইলিশ, ১০০ কেজি চিংড়ি মাছ, ০৩ টি শাপলা পাতা মাছ), ২ হাজার মিটার অবৈধ জাল, ২ টি ট্রলিং বোটসহ ১৩ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত মাছ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং জাল, ফিশিং বোট ও জেলেদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আটককৃত ট্রলিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন