ডার্ক মোড
Tuesday, 20 May 2025
ePaper   
Logo
‘যারা ঘুস খায় তারা অমানুষ’ বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহমদ ফরিদ

‘যারা ঘুস খায় তারা অমানুষ’ বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহমদ ফরিদ

সিলেট ব্যুরো


‘যারা ঘুস খায় তারা অমানুষ’ গণশুনানিতে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারের (অব.) হাফিজ আহ্সান ফরিদ।
সোমবার সুনামগঞ্জে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবাগ্রহিতাদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে গণ শুনানিতে হাফিজ আহ্সান ফরিদ তার দেয়া বক্তব্যে আরো বলেন, দুর্নীতি শোষণের হাতিয়ার, এর শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দুর্নীতি এখন আর শুধু রাজনৈতিক দলের নেতা কর্মী,জনপপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, অসাধু ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ নেই, দূর্নীতি সাধারন মানুষের মধ্যে ছড়িয়েপড়েছে। দুর্নীতি দেশটার কি পরিমাণ ক্ষতি করেছে সেটি ২০২৪ সালে বোঝা গেছে। সব শেষ করে দিয়েছে। সব শোষণ করে নিয়ে গেছে।
কাউকে ঘুস না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ঘুস দেবেন না, প্রতিবাদ করুন। সবাই কথা বললে এই অবস্থার পরিবর্তন আসবে। এক সময় দুদকের আর দরকার হবে না।
গণশুনানিতে সেবাপ্রার্থীরা জেলা সদর হাসপাতাল, পৌরসভা, বিদুৎ, বিভিণœ উপজেলায় ইউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, পুলিশ বিভাগ, নির্বাচন কার্যালয়, বিআরটিএ, সাবরেজিস্টার কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড, পাসপোর্ট, জেলা কারাগার, শিক্ষা অফিস,এলজিইডি, সওজ, গণপূর্ত, ভূমি অফিস, প্রাণিসম্পদ কার্যালয়, বিটিসিএল, সেটেলমেন্ট কার্যালয়সহ বিভিন্ন বিভাগের অনিয়ম ও দুর্নীতি এবং সেবা নিতে গিয়ে হয়রানি ও ভোগান্তির শিকার মানুষজন অভিযোগ তুলে ধরেন এবং বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জবাব ও এ বিষয়ে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বক্তব্য দেন।
গণশুনানি কালে আলোচনা পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি নাজমুস সাদাত, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন