ডার্ক মোড
Monday, 19 May 2025
ePaper   
Logo
চুরি করা খনিজ বালি বোঝাই এক ট্রাকের ধাক্কাতেই ভেঙ্গে পড়ল সওজের ষ্টিলের সেতু!

চুরি করা খনিজ বালি বোঝাই এক ট্রাকের ধাক্কাতেই ভেঙ্গে পড়ল সওজের ষ্টিলের সেতু!

সিলেট ব্যুরো

চুরি করা খনিজ বালি বোঝাই এক ট্রাকের ধাক্কাতেই ভেঙ্গে পড়ল সড়ক ও জনপথ বিভাগের কয়েক কোটি টাকা ব্যায়ে নির্মাণকৃত ষ্টিলের সেতু।

সোমবার ভোররাতে সুনামগঞ্জের তাহিরপুরের আনোয়ারপুর- সুনামগঞ্জের নিয়ামতপুর সড়কের বিশ্বম্ভরপুর অংশের সজনার হাওর নামক স্থানে ওই সেতু ভেঙ্গে পড়ার ঘটনাটি ঘটেছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় তাহিরপুর-বিশ্বম্ভরপুর উপজেলার স্থানীয় মানুষজন সেতু ভেঙ্গে পড়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় লোকজন জানান, ইজারাবিহিন সীমান্ত নদী জাদুকাটা -ধোপাজান চলতি নদী থেকে সরকারি মুল্য, ভ্যাট, ট্যাক্স ফাঁকি দিয়ে চুরি করে নিয়ে আসার পর ডাম্পিংকৃত খনিজ বালি বিশ্বম্ভপুরের নৌপথে রাখা বাল্ক হেডে (বড় ষ্টিল বডি ট্রলার) লোড করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে প্রায়:শই।
এরই ধারাবাহিকতায় রোববার রাতের কোন এক সময় চুরি করা খনিজ বালি ট্রাক যোগে সরিয়ে নিয়ে যাবার সময় সোমবার ভোররাতে সওজের কয়েক কোটি টাকা ব্যায়ে নিমার্ণকৃত যান,জনচলাচলের জন্য সজনা নামক স্থানে বালি বোঝাই ট্রাকের ধাক্কায় ষ্টিলের সেতুটি ভেঙ্গে যায়।


সোমবার বেলা ১১টায় বিশ্বম্ভরপুরের ফতেহপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মন্তুস দাশ বলেন প্রায় ১৫ বছর পুর্বে নিম্নমানের নির্মাণ সামগ্রী ,উপকরণ দিয়ে দায়সারা ভাবে কয়েক কোটি টাকা ব্যায়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সজনার হাওর সংলগ্ন সড়কের উপর ষ্টিলের সেতুটি নির্মাণ করে। সোমবার ভোরাতে এ সেতু ভেঙ্গে পড়ায় সকাল থেকেই আনোয়ারপুর-নিয়ামতপুর সড়কে যানবাহন, জনচলাচল বন্ধ হয়ে যাওয়ায় গণদুর্ভোগ তৈরি হয়েছে।


সেতু ভেঙ্গে পড়ার পর কৌশলে ট্রাক ফেলে ট্রাক চালক, হেলপার, ট্রাকে থাকা কয়েকজন শ্রমিক পালিয়ে গেছেন।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, দূর্ঘটনাকবলিত ট্রাক, ট্রাক, চালক, হেলপার, শ্রমিক , চুরি করা খনিজ বালির মালিককে শনাক্ত সকরা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, সেতু ভেঙ্গে পড়ার বিষয়টি জেনেছি, এখন ট্রাক উঠানোর পর ওই সেতুটি পুন:রায় মেরামত করতে হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন