ডার্ক মোড
Wednesday, 22 January 2025
ePaper   
Logo
কুলাউড়ায় অবৈধভাবে মাটি পরিবহনের জন্য ৩ টি ট্রাক আটক

কুলাউড়ায় অবৈধভাবে মাটি পরিবহনের জন্য ৩ টি ট্রাক আটক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

কুলাউড়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অরক্ষিত অবস্থায় পরিবহন ও রাস্তাঘাটের ক্ষতিসাধনসহ বিভিন্ন অপরাধে ৩টি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান এলাকা থেকে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে মাটি কেটে বিক্রি করতো। বুধবার (২২ জানুয়ারি) সহকারি কমিশনার (ভুমি) শাহ জহুরুল আলম অভিযান চালিয়ে মাটি ভর্তি ৩টি ট্রাক আটক করেন। এসময় এসিল্যান্ডকে দেখে আরও ৩টি মাটি বোঝাই ট্র্রাক পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জয়চণ্ডীর বিভিন্ন জায়গা থেকে প্রায়ই কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগ আসছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে দিলদারপুর চা বাগান সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাটিভর্তি ৩টি ট্রাক জব্দ করা হয়। ট্রাকগুলো আটক আছে। মালিক পেলে জরিমানা করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন