ডার্ক মোড
Thursday, 23 January 2025
ePaper   
Logo
সিলেটে চার ছিনতাইকারি গ্রেফতার

সিলেটে চার ছিনতাইকারি গ্রেফতার

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট

সিলেট নগরীর সর্বজন পরিচিত পেশাদার চার ছিনতাইকারীকে আটক করেছে সিলেট কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত দুটি সিএনজি ও জব্দ করা হয়।

পুলিশ আটকদের কোর্টে সোপর্দ করলে সোমবার গ্রেফতারকৃতদের জেলা হাজতে পাঠিয়েছে আদালত।

গ্রেফতারতৃতরা হল,সিলেটের শাহ পরান (রহ.) থানার বালুচরের কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ, জালালাবাদ থানার টুকেরবাজারের ভাইয়ারপাড়ের নুর মিয়ার ছেলে আক্তার আহমদ, মোগলাবাজার থানার হাসামপুর(পশ্চিমপাড়া)ছিদ্দিক আলীর ছেলে হামিদুর রহমান,এয়ারপোর্ট থানার ইলেট্রিক সাপ্লাই রোডের মৃত আজমল হোসেনের ছেলে আজহার।

কোতোয়ালী থানা পুলিশের ওসি জিয়াউল হাসান জানান, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের পাকড়াও করতে অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার এসএমপির মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোতয়ালী মডেল থানা পুলিশ রবিবার সন্ধায় মিরাবাজার এলাকায় ছিনতাইকালে বিল্লাল ও আক্তারকে গ্রেফতার করে। এ সময় ছিনাতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

একই দিন সন্ধায় কোতয়ালী মডেল থানা পুলিশের অপর একটি টিম নগরীরর পাঠানটুলায় ছিনতাইকালে হামিদুর রহমান ও তার সহযোগি আজহারকে গ্রেফতার করে। ওই সময় ছিনতাইকাজে ব্যবহৃত আরো একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন