ডার্ক মোড
Thursday, 23 January 2025
ePaper   
Logo
সেই অসহায় বৃদ্ধা নীলমণির পাশে দাঁড়ালেন পত্নীতলা ইউএনও আলীমুজ্জামান

সেই অসহায় বৃদ্ধা নীলমণির পাশে দাঁড়ালেন পত্নীতলা ইউএনও আলীমুজ্জামান

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

৭০ বছর বয়সের অসহায় বৃদ্ধার পাশে গিয়ে দাঁড়িয়েছেন নওগাঁর উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন। এসময় কম্বল, চৌকি, তোষক ও চাল, ডাল, কাঁচা তরকারিহ অন্যান্য বাজার উপহার দেন।

বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার পাটিচরা ইউনিয়নের ডোহানগর গ্রামে যান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন।

এসময় ইউএনও আলীমুজ্জামান মিলন বলেন, নীলমণিকে ঘরসহ বসবাস উপযোগী নানা ধরনের আসবাবপত্র দেওয়া হবে।

উল্লেখ্য, এ বিষয়ে পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন এর ফেসবুক আইডি Ikhtiar Uddin তে সরেজমিন ভিডিও প্রতিবেদন গতকাল মঙ্গলবার রাতে প্রচার করা হয়েছিল। প্রতিবেদনটি উপজেলা ইউএনও নজরে দৃষ্টি আকর্ষণ হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন