বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া-কে জৈন্তাপুর প্রেসক্লাবের সম্মাননা স্মারক প্রদান
মো.দুলাল হোসেন রাজু, জৈন্তাপুর (সিলেট)
জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া-এর বদলীজনিত বিদায় উপলক্ষে জৈন্তাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
২১ জানুয়ারি-২০২৫ খ্রি: মঙ্গলবার দুপুরে জৈন্তাপুর প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দ তাঁর নিকট বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক মো: দুলাল হোসেন রাজু (এস এম রাজু), এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি বিলালুর রহমান।
পরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জৈন্তাপুর প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন এসময় উপস্থিত ছিলেন।
বিগত-২০২৪ সালের ২৩ শে মার্চ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে উম্মে সালিক রুমাইয়া তিনি সীমান্ত জনপদ জৈন্তাপুরে যোগদান করেছিলেন।
২১ জানুয়ারী-২০২৫ জৈন্তাপুর ছিল তাহার শেষ কর্মদিবস। ফলে নতুন নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন জর্জ মিত্র চাকমা।
তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন।