ডার্ক মোড
Thursday, 23 January 2025
ePaper   
Logo
সিলেটে যুবলীগ-কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

সিলেটে যুবলীগ-কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

সিলেট ব্যাুরো

সিলেট সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ-কৃষক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কার্তিকপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আইন উদ্দিন (১নং বংশীকুন্ডা উওর ইউনিয়ন যুবলীগের সভাপতি) একই উপজেলার আটাইশা মাছিমপুর গ্রামের মৃত একিন আলীর ছেলে মোশারফ হোসেন ( ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগ সভাপতি)।

গ্রেফতারকৃতদের মঙ্গলবার ২০২৪ সালের ২৭ নভেম্বর দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, অন্ত:বরÍী সরকার পতনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঝ আদালতে সোপর্দ করা হয়েছে।

এরপুর্বে সোমবার বেলা তিনটার দিকে উপজেলার মষেখলা বাজার থেকে যুবলীগ সভাপতি আইন উদ্দিন ও বিকেল ৫টার দিকে আটাইশা মাছিমপুর এলাকা থেকে কৃষকলীগ নেতা মোশারফ হোসেনকে গ্রেফতার করে মধ্যনগর থানা পুলিশ।

মঙ্গলবার মধ্যনগর থানার ওসি মো: সজীব রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন