ডার্ক মোড
Thursday, 23 January 2025
ePaper   
Logo
শিবগঞ্জে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শিবগঞ্জে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে দাড়িদহ হাইস্কুল মাঠে ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল করিম।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রাসেল মাহমুদ সবুজ, সুজাউদ্দৌলা সুজা, ফারুক মাষ্টার, আইনুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা আল আমিন, মোস্তাফিজুর রহমান মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান নয়ন মন্ডল, বিএনপি নেতা পিযুষ কুমার মজুমদার, আব্দুল আজিজ পৌর যুবদল নেতা আবু শাহিন, ইউনিয়ন যুবদল নেতা একরামুল হক শাহী, রাব্বি, শাহ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা তাহাজ্জল, মহিলা দল নেত্রী ইয়াসমিন, রাসেদা, মোত্তাকিন, রিদয়, সোহানুর রহমান শাহান প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন