সাংবাদিকদের কল্যাণে জাতীয়তাবাদী দল আছে থাকবে: জি.এস, সুমন
নোয়াখালী প্রতিনিধি
সাংবাদিকদের কল্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগে ও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন নোয়াখালীর যুবদলের সভাপতি ও চৌমুহনী জালাল উদ্দিন ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি মনজুরুল আজিম সুমন (জিএস সুমন)তিনি ২৪ জানুয়ারি নোয়াখালী সাংবাদিক ফোরামের (এনজেএফ) এর ১২বছর পূর্তিতে ফ্যামিলি ডে অনুষ্ঠানে এই কথা বলেন।
তিনি দেশের সার্থে, জনগণের সার্থে সাংবাদিকদের কলম আগের চেয়ে ও শক্তিশালী করার আহবান জানান।শুক্রবার সকালে ঢাকার কেরানীগঞ্জে শ্যামল বাংলা রিসোর্টে মিলনমেলায় দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমে কর্মরত নোয়াখালীর সাংবাদিকবৃন্তের উপস্থিতিতে ফ্যামিলি ডে আরো উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন মেঘনা ব্যাংকের পরিচালক ও লায়ন মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস.এম লায়ন জাহাঙ্গীর আলম মানিক (সিআইপি)নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার সিকদার।