ডার্ক মোড
Saturday, 25 January 2025
ePaper   
Logo
জীবন আলো ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জীবন আলো ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের জীবন আলো ফাউন্ডেশন এর আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ডেন্টিস্ট মাহমুদুল হাসান রাশেদের সভাপতিত্ব ও অর্থ ও শিক্ষা বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন সুমনের পরিচালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন এক্সপ্রেস ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ইমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাহমুদ এইচ এম, প্রকাশক ও প্রধান নির্বাহী প্রস্তুক প্রকাশন লেখক সালমান ফারসী, সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মহিম উদ্দিন, প্রতিষ্ঠাতা পরিচালক নোয়াখালী সাইবার ওয়ারিস সাইদুর রহমান রায়হান, পরার্থ ফাউন্ডেশন চেয়ারম্যান দিদারুল ইসলাম অপু, ফাউন্ডেশনের উপদেষ্টা শামসুদ্দোহা মাহমুদ, ম্যানেজিং কমিটির সদস্য সোহরাব হোসেন।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা 26 জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য,জীবন আলো ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন এটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে সংগঠনটি শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা সহায়তা, গৃহ নির্মাণ, খাদ্য সামগ্রী বিতরণ, রক্তদান, মাদক বিরোধী প্রচারণা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন