লাখো ভক্তের আমিন ধ্বনিতে সাঙ্গ হলো মাঘের মেলা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
সাঙ্গ হলো মাঘের মেলা-দশের খেলা। লাখো-লাখো আশেক, ভক্ত, অনুরক্তের আমিন-আমিন ধ্বনিতে কম্পিত হলো মাইজভান্ডার দরবার শরীফ। গতকাল শুক্রবার ছিল মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সরাপতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উলাহ মাইজভান্ডারী (ক.) ১১৯তম বার্ষিক ওরশ শরীফ।
তরিকতের প্রচার-প্রসার, আত্মসুদ্ধির মাধ্যমে বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও মানব কল্যাণে মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্ঠি অর্জন এবং দেশ-জাতি, মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করেন রাত ১২.০১ মিনিটে আনজুমানে মোত্তাবেইনে গাউছে মাইজভান্ডারী শাহ এমদাদীয়া মঞ্জিলের শাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.জি.আ), দরবারে-গাউছিয়া আহমদিয়া মনজিলের সাজ্জাদানশীন ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ম.জি.আ), সাজ্জাদানশীন সৈয়দ শহিদুল হক মাইজঅবন্ডারী (ম.জিআ), মাইজভান্ডার গাউছিয়া হক মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.জি.আ), সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী (র.) শাহজাদাদ্বয় মুন্তাজেম সাজ্জাদানশীন সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী (মজি.আ) এবং সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারী (ম.জি.আ)।
মুনাজাত শেষে তবারুক বিতরণের পর শুরু হয় মাইজভান্ডারী সেমা মাহফিল। এতে মরমী কন্ঠশিল্পী আহমদ নুর আমিরী, নাসির কাউয়াল, শিমুল শীল সহ বরেন্য শিল্পীরা মাইজভান্ডারী গান পরিবেশন করেন- ”মাইজভান্ডারে উঠেছে ঐ তৌহিদের নিশাণা-ঘুমাইঘোনা মায়া ঘুমে আখেরী জমানা/ কেন চিনলি নারে মন-গাউছুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন..../ চলরে মন ত্বরায় যায় বিলম্বের আর সময় নাই, গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুলেছে, এ স্কুলের এমনি ধারা বিচার নাই জোয়ান বুড়া, সিনায় সিনায় লেখাপড়া শিক্ষা দিতেছে......./দেখে যারে মাইজভাণ্ডারে আজব রঙ্গের ফুল, ঝাঁকে ঝাঁকে উড়ে পড়ে আশেক অলি কুল.........” কওয়ালী, মাইজভান্ডারী মরমী সঙ্গীত লাখো-লাখো ভক্তের নজর কাড়ে ।
সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মজিআ) বলেন, 'গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহসুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারী তরিকা প্রবর্তন করেছেন। মাইজভাণ্ডারী তরিকা ইসলামের মৌলিক আদর্শ ও আঞ্চলিক সংস্কৃতির মেলবন্ধনের চূড়ান্ত আধ্যাত্মিক রূপ। এ তরিকার অনুসারীরা ঐশী প্রেমনির্ভর শিক্ষা ও ইসলামী শরীয়তভিত্তিক চর্চায় কার্যকর ভূমিকা রাখছেন।'
সাজ্জাদানশীন শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারি বলেন, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সংমিশ্রণে উদ্ভাবিত অসাম্প্রদায়িক আধ্যাতিকতা, সাম্য ও সৌহার্দমণ্ডিত মাইজভাণ্ডারি তরিকার অন্তর্নিহিত নির্যাস বিশ্বশান্তি ও মানবতার কল্যাণ নিশ্চিত করতে পারে।
মাইজভান্ডার গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, উপমহাদেশে যেসব আউলিয়ায়ে কেরাম ও সুফি সাধকবৃন্দ ইসলামের প্রচার-প্রসার ও তরিক্বত চর্চার নিরবচ্ছিন্ন কাজ আঞ্জাম দিয়ে গেছেন, তন্মধ্যে যুগশ্রেষ্ঠ অলিয়ে কামেল হযরত আহমদ উল্লাহ মাইজভান্ডারী অন্যতম। ইসলামের এ মহান সাধক পুরুষের অনন্য অবদান কোনভাবেই বিস্মৃত হবার নয়।
সাজ্জাদানশীনে দরবার আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী (ম.) বলেছেন, মাইজভাণ্ডারী দর্শন হচ্ছে সার্বজনীন-সাম্য ও বিশ্বমানবতার জন্য নিবেদিত প্রাণ। এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মে অবিচল থেকে সঠিক ধার্মিকতা পালনের মাধ্যমে একক স্রষ্টার ধ্যানে জ্ঞানে মশগুল হয়। মাইজভাণ্ডারী দর্শনের ভাবনা বিশ্বব্যাপি। সাম্য-সম্প্রীতি ও ভালবাসার শিক্ষা দেয় মাইজভাণ্ডারী দর্শন।