ডার্ক মোড
Saturday, 25 January 2025
ePaper   
Logo
দাবানল প্রতিনিধি সাংবাদিক শরিফুল ইসলাম আর নেই

দাবানল প্রতিনিধি সাংবাদিক শরিফুল ইসলাম আর নেই

নীলফামারী প্রতিনিধি

প্রেসক্লাব জলঢাকার সিনিয়র সাংবাদিক দৈনিক দাবানল প্রতিনিধি শরিফুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহির রাজিউন........! মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। । দীর্ঘদিন সড়ক দুর্ঘটনা জনিত কারনে তিনি অসুস্থ ছিলেন।

২৩ জানুয়ারী বৃস্হপতিবার ডালিয়া রোডস্থ আল-হারামাঈন মসজিদ সংলগ্ন তার নিজ বাড়িতে ভোর রাতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তূপ্ত পরিবারটির প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করেছেন জলঢাকা প্রেসক্লাব সভাপতি ও সংগ্রামের জেলা সংবাদদাতা কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহ্ হাজান কবীর লেলিনসহ

প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। শোক বার্তায় প্রেসক্লাব সদস্য শরিফুল ইসলামের পবিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সভাপতি কামরুজ্জামান বলেন, সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব জলঢাকা শোকাবহ। তার মৃত্যুতে আমরা একজন সিনিয়র গণমাধ্যমকর্মী ও অভিভাবক হারালাম। মৃত্যু কালে তিনি স্ত্রী, চার পুত্র সন্তান, নাতী নাতনীসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জলঢাকায় সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ হয়েছেন সেলিমুর রহমান

নীলফামারীর জলঢাকায় সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ হয়েছেন সেলিমুর রহমান। রোববার (১৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদায়ী ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ আকবর আলীর কাছ থেকে সরকারি বিধি অনুযায়ী দায়িত্ব পেয়েছেন কলেজের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক সেলিমুর রহমান।সহকারী প্রভাষক জুলফিকার আলী ভুট্টুর সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রভাষক হামিদুর রহমান, আব্দুল মজিদ সরকার, আবুল কালাম আজাদসহ সকল শিক্ষক ও কর্মচারী। এ সময় কলেজের উন্নয়ন ও শিক্ষার মান বাড়াতে সবার সহযোগিতা কামনা করেন নবাগত অধ্যক্ষ সেলিমুর রহমান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন