ডার্ক মোড
Tuesday, 07 May 2024
ePaper   
Logo
ভোলায় জাল, ট্রলারসহ মাছ জব্দ

ভোলায় জাল, ট্রলারসহ মাছ জব্দ

ভোলা প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এক লাখ ৪১ হাজার মিটার কারেন্ট জাল, ৮ টি বোর্ট ও ১৫ কেজি ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

বুধবার জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ অসহায় দুস্তদের মাঝে বিতরণ করা হয়েছে। কোস্টগার্ড দক্ষিন জেনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যার নেতৃত্বে কোস্টগার্ডে একটি টিম ভোলা, লালমোহন ও চরফ্যাশন উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট অভিযান চালায়। এ সময় বিপুল পরিমান জাল ও ৮ টি ট্রলার জব্দ করা হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষনে ৭ অক্টেকর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ সহ সব ধরনের মৎস্য শিকার বন্ধ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন