ডার্ক মোড
Sunday, 19 May 2024
ePaper   
Logo
তাড়াইলে সুষ্ঠু নির্বাচনের দাবিতে নাগরিক সমাজের মতবিনিময় সভা

তাড়াইলে সুষ্ঠু নির্বাচনের দাবিতে নাগরিক সমাজের মতবিনিময় সভা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) বেলা ১১টায় তাড়াইল উপজেলা প্রশাসন ও পিস ফেসিলিটেটর (পিএফজি'র) আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে, আসছে ২৯ মে সুষ্ঠু উপজেলা পরিষদ নির্বাচনের দাবিতে উক্ত নাগরিক সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্তকর এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ।

এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আসন্ন তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাজমুল হক আকন্দ, আবুল কাশেম খান, শাহ আলম সিদ্দীকি, গোলাপ মিয়া ও দেলোয়ার হোসেন আলু। সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দিলোয়ারা খানম, বিলকিস রহমান, বেগম আকতার, খাদিজা আকতার লাকী, খাদিজা আকতার আশা ও হোসনে আরা পুতুল।

এছাড়াও উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, সাবেক দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার আলম, গোলাপ ভুঁইয়া।

প্রার্থীগণ তাদের বক্তব্যে নির্বাচনের দিন ভোটের পরিবেশ যেন সুষ্ঠ ও সুন্দর থাকে উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান। মতবিনিময় সভায় নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ তাড়াইল উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন