ডার্ক মোড
Friday, 27 December 2024
ePaper   
Logo
ফুলগাজীর মুন্সীরহাট সেচছাসেবক ফোরামের পক্ষ থেকে অন্ধ রফিক এর মেয়ের বিয়েতে নগদ অর্থ অনুদান

ফুলগাজীর মুন্সীরহাট সেচছাসেবক ফোরামের পক্ষ থেকে অন্ধ রফিক এর মেয়ের বিয়েতে নগদ অর্থ অনুদান

ফেনী প্রতিনিধি

গত ১৭ই মে ফেনী জেলার ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের দরবারপুর গ্রামের অসহায় গরিব পরিবারের অন্ধ রফিক এর মেয়ের বিয়ে আগামী ২০শে মে ২০২৪ ইং অনুষ্ঠানের জন্য " মুন্সীরহাট সেচছাসেবক ফোরামের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা অনুদান পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।

ফোরাম কতৃপক্ষ সিদ্ধান্ত নেওয়ার পরে ফোরামের সভাপতি সাংবাদিক মহিউদ্দিন মহি খন্দকার নেতৃত্বে সাধারণ সম্পাদক কাজী মোঃ আবু সুফিয়ান অর্থ সংগ্রহের সার্বিক সহযোগিতায় অর্থ দিয়ে এগিয়ে আসে ওমান প্রবাসী ইকবাল মাহমুদ, কুয়েত প্রবাসী এ কে ইমরুল চৌধুরী, মুন্সীরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মীর হোসেন লিটন পাটোয়ারী। ফোরামের কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক ফটিক মিয়াজী ও রৌশন আলী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীরহাট বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হোসেন। ফোরামের যুগ্ম সম্পাদক কপিল উদ্দিন লিটন চৌধুরী সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভূইয়া সোহেল প্রচার সম্পাদক ইব্রাহীম খলিল ইবু অর্থ সম্পাদক আবু সাঈদ শিবলী কার্যনির্বাহী সদস্য শামীম মজুমদার, কাউছার আমিন, রৌশন আলী, সাদ্দাম হোসেন প্রমুখ।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন