
উপজেলা চেয়ারম্যানের নামে বরাদ্দকৃত সরকারি গাড়ি ব্যবহার করছেন ইউএনওর স্ত্রী
নাচোল ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা চেয়ারম্যানের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসারের স্ত্রীর বিরুদ্ধে।মূলত ইউএনওর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ওই গাড়িটি দখলে নিয়েছেন তাঁর স্ত্রী।শুধু তাই নয়—গাড়ির ড্রাইভার ও জ্বালানি খরচও নিচ্ছেন উপজেলা পরিষদ থেকে।সরকারি টাকায় নিয়মিত সেই গাড়িটি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন বিতর্কিত ইউএনওর স্ত্রী।
গত বুধবার সকাল সাড়ে ১০ টায় নাচোল ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এমন দৃশ্য ধরা পড়ে স্থানীয় এক গণমাধ্যম কর্মীর ক্যামেরায়। ওই গাড়ি থেকে ইউএনওর স্ত্রী নেমে স্কুলের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। ইউএনও কামাল হোসেন সরকারি কাজে তার বরাদ্দকৃত গাড়ি ব্যবহার করলেও উপজেলা চেয়ারম্যানের নামে বরাদ্দকৃত সরকারি গাড়িটি ব্যবহার করছেন তার স্ত্রী।
নাচোল ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী ইয়াসমিন জানান, ইউএনওর স্ত্রী সন্তান উপজেলা চেয়ারম্যানের নামে বরাদ্দকৃত সরকারি গাড়িতে চড়ে প্রতিদিন স্কুলে যাওয়া আসা করেন।আজকে ও তিনি তাঁর ছেলে-মেয়েকে স্কুলে নিয়ে এসেছেন বলে জানান।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে ১৯ আগস্ট সব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অপসারণের সিদ্ধান্ত নেয়। চেয়ারম্যানদের অপসারণের পর উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক হিসেবে দায়িত্ব পান ইউএনওরা। সেই ধারাবাহিকতায় উপজেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন ইউএনও।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শণে গেলে সাথে তার স্ত্রীর সন্তান থাকেন বলে এ প্রতিবেদককে জানান।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন- ইউএনওর পরিবারের নিরাপত্তার জন্য সে গাড়ি ব্যবহার করতে পারবেন । এছাড়া গাড়িটি সচল রাখার জন্য ব্যবহার করতেই পারে।