ডার্ক মোড
Sunday, 19 May 2024
ePaper   
Logo
আদমদীঘিতে আ'লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘিতে আ'লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়নের বিনাহালি গ্রামে আজ বেলা সাড়ে এগারো ঘটিকায় সময় মোকলেছার রহমানের নামের এক আ'লীগ নতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ।

মৃত্যুকালে তার প্রথম স্ত্রী, দুই কন্যা, জামাই, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দ্বিতীয় স্ত্রীর তার পক্ষের কোনো সন্তানাদী ছিলোনা।

মোকলেছুর রহমান (৬৫) আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়নের বিনাহালি গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে এবং উপজেলার আইন বিষয়ক সম্পাদক। আজ সোমবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও পারিবার সূত্রে জানা যায়, মোখলেছুর রহমান আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের বাজার এলাকায় একটি ভাড়া বাসায় তার ছোটো স্ত্রী আফরোজাকে নিয়ে বসবাস করছিলেন। আফরোজা অত্র উপজেলার চাটখইর মাদ্রাসায় শিক্ষকতা করেন। আফরোজা প্রতিদিনের ন্যায় সোমবার সকালে তার স্বামীকে বাড়িতে রেখে মাদ্রাসায় যান।

দুপুরে বাড়িতে এসে দেখেন সদর দরজা বন্ধ। অনেক ডাকা ডাকির পর দরজা না খুললে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ফেলার পর দেখতে পায় তার স্বামী নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে আটকানো দড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে বিনাছায় নেওয়ার পর দেখতে পান তিনি মৃত্যুবরণ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন