ডার্ক মোড
Sunday, 19 May 2024
ePaper   
Logo
সান্তাহার চার ছিনতাইকারী গ্রেফতার

সান্তাহার চার ছিনতাইকারী গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই করার সময় গতকাল রাতে চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো বগুড়া জেলার সদর উপজেলার চকসুত্রাপুর বাদুড়তলা এলাকার রফিকুল ইসলামের ছেলে ওয়ালিদ (১৮) একই এলাকার নজরুল ইসলামের ছেলে রনি (২১) মোয়াজ্জেম হোসেনের ছেলে রাজু (১৯) এবং আব্দুল আহাদের ছেলে শীশ মোহাম্মদ (১৯) তাদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, রবিবার রাতে জংশন স্টেশনের প্লাটফর্মে এক যাত্রীকে পেটে চাকু ধরে টাকা-পয়সা ছিনতাইয়ের চেষ্টা করে কয়েকজন যুবক।

এ সময় ওই যাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বার্মিজ চাকুসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি ছিনতাই মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন