বাউফলে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে জুলাই-আগষ্ট-২০২৪ ইংএর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে কেশবপুর ইউনিয়নের তালতলী ভরিপাশা দাখিল মাদরাসা মাঠে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মোঃ শহীদুল আলম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীত বস্ত্র বিতরণ করেন।
হাজী শরিয়ত উল্লাহ(রহ)বাহাদুরপুরের খলিফা প্রবীন আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ সুলতান আহম্মাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ তুহিন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তছলিম তালুকদার, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জেল হোসেন, পৌর ছাত্রদলের আহŸায়ক আব্দুল্লাহ আল ফাহাদ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সুলতান আহম্মেদ। ৩ শতাধিক দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।