ভারতে পুলিশ ভ্যানেই পুলিশের ওপর গুলি, গ্রেপ্তার বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলাসহ একাধিক ইস্যুতে ভারতে বেশ উচ্চারিত একটি শব্দ বাংলাদেশ। কারণ, আলোচিত এ ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি একজন বাংলাদেশি। সাম্প্রতিক সময়ের এ ঘটনার রেশ না কাটতেই দেশটিতে পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় নাম এসেছে আরেক বাংলাদেশির।
মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, একটি খুনের মামলায় বিচারাধীন আসামি ছিলেন সাজ্জাক আলম। গত বুধবার আদালত থেকে হাজতে নেওয়ার সময় পশ্চিমবঙ্গের গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় পুলিশের ভ্যানেই কর্তব্যরত দুই পুলিশ সদস্যকে গুলি করে পালিয়ে যান সাজ্জাক আলম। এরপর গত শনিবার ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশ পালানোর সময় বন্দুকযুদ্ধে মৃত্যু হয় সাজ্জাকের।
গুলির ঘটনায় সাজ্জাকের মূল সহযোগী ছিলেন আব্দুল হোসেন ওরফে ‘আবাল’। তিনি বাংলাদেশি নাগরিক বলে দাবি করা হয় প্রতিবেদনে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বুধবার আদালত চত্বরেই আগ্নেয়াস্ত্র পেয়েছিলেন সাজ্জাক। তার হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছিলেন শেখ হজরত নামে এক যুবক। পরিকল্পনার নেপথ্যে ভূমিকা ছিল সাজ্জাকের সহযোগী তথা বাংলাদেশি আব্দুল হোসেনের। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। পরে গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রায় সাইফের বাসায় ঢুকে ডাকাতির চেষ্টা চালানো হয়। এ সময় সাইফ আলি খান বাধা দিতে গেলে হামলার শিকার হন। রাত আড়াইটার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আটক মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ (৩৫) ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের সন্তান।