ডার্ক মোড
Wednesday, 22 January 2025
ePaper   
Logo
চৌমুহনী সরকারি এস.এ.কলেজ মাঠে ক্রিকেট খেলার উদ্বোধন

চৌমুহনী সরকারি এস.এ.কলেজ মাঠে ক্রিকেট খেলার উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী চৌমুহনী সরকারি এস. এ. কলেজ মাঠে ২১ জানুয়ারি বেলা ১১টা কলেজ ছাত্রদলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ক্রিকেট খেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা যুবদল সভাপতি সাবেক চৌমুহনী সরকারি এস.এ. কলেজের (জি এস) এক সময়ের তুখোড় কারিশমা ছাত্রনেতা কারা নির্যাতিত নেতা রাজপথের লড়াকু যোদ্ধা মনজুরুল আজিম ( জি. এস) সুমন খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, তোমরা লেখা পড়ার পাশাপাশি খেলা মনোযোগ দিবে তাহলে শরীর ও মন ভালো থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুবদলের আহবায়ক সামছুতীবরিজ ( স্বপন)সাবেক উপজেলা যুবদলের সিনিয়র নেতা সাইফুল ইসলাম ( সুমন) উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক সায়েম হোসেন সুমন,চৌমুহনী সরকারি এস.এ. কলেজের সাবেক জি.এস.নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম,যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ মাসুদ, জেলা যুবদল সদস্য (সোহাগ),উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন, জেলা যুবদল সদস্য নাছির উদ্দিন,চৌমুহনী পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ফজলু, যুগ্ন আহবায়ক কিরণ ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, ৮ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আব্দুল,চৌমুহনী পৌরসভা যুবদলের সদস্য সচিব বাহার সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন