ডার্ক মোড
Wednesday, 22 January 2025
ePaper   
Logo
আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট: জামায়াতে আমির

আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট: জামায়াতে আমির

বরিশাল ব্যুরো

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে, সামাজিক সম্প্রীতি আছে। কিন্তু একটি গোষ্ঠী বাংলাদেশকে সাড়ে ২৩ বছর শাসন করেছে। তারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে দেয়নি। জনগণকে নানা ভাগে বিভক্ত করেছে। মুক্তিযুদ্ধের পক্ষ, বিপক্ষ, মেজোরিটি, মাইনোরিটি। তারা নিজেদের জাত হিসেবে ঘোষণা করেছিল। তাদের বাইরে যারা ছিল তারা আর এই জাতির না, অন্য কিছু।

তিনি বলেন, আমরা সন্তানদের সাথে কণ্ঠ মিলিয়ে রাস্তায় নেমেছিলাম ফ্যাসিজমকে বিদায় করার জন্য। সাড়ে ১৫ বছর আমরা দফায় দফায় আক্রমণ তরেছি, সংগ্রাম করেছি। ফ্যাসিজম বিদায়ের হয়তো আমরা ভিত রচনা করেছি, কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিজম বিদায় করতে পারিনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে জামায়াতের জেলা ও মহানগরের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, শেষ আন্দোলনটি রাজনৈতিক ছিল না। ছাত্র-যুবসমাজের অধিকার আদায়ের আন্দোলন ছিল। তারা কোটা সংস্কারের দাবি করেছিল। সরকার তাদের দমন করার জন্য হাতুড়ে বাহিনী পাঠিয়েছিল। দুনিয়ায় মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায়। কিন্তু ডানা মেলে গুলিকে আলিঙ্গন করে মৃত্যুকে বরণ করে নেওয়া একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাঈদ।

তিনি বলেন, বাংলাদেশে এত এত ঘটনা কেন ঘটলো? একটি দল ও একজন ব্যক্তির রাক্ষসী মানসিকতার কারণে। তারা ক্ষমতার রাক্ষস। তারা অর্থের রাক্ষস। তারা দাম্ভিক ছিলেন। বড় অহংকারী ছিলেন। মানুষকে, বিভিন্ন দলকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন। মানুষ বলে কাউকে সম্মান দিতেন না। দুনিয়ার কিছুটা পাওনা তারা পেয়েছেন। কিছুটা বাকি আছে। যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি ও দল। আমরা চাই গণহত্যাকারী দল ও প্রত্যেক ব্যক্তির বিচার হোক। ন্যায়বিচার হোক। বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সঙ্গে দেওয়া হোক।

জামায়াতের আমির বলেন, বিদেশে যারা পালিয়েছেন তাদেরকে বলি- সত্যিই যদি দেশটাকে ভালোবাসেন আসেন, চলে আসেন। অসুবিধা নেইতো। আপনাদের আমলে আমরা দফায় দফায় জেলে গিয়েছিতো। জেলে থেকেছি। আমাদের কেমন রেখেছিলেন এখন আসলে আপনারা না হয় সেইটা দেখার সুযোগ পেলেন। আপনারা মিথ্যা মামলায় সাজানো আদালতে ফাঁসি দিয়ে আমাদের নেতৃবৃন্দকে খুন করেছেন। কিন্তু আপনারাতো প্রকাশ্য দিবালোকের খুনি। দেশবাসী সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। আপনারা লাশ গুম করতে গিয়ে তাড়াহুড়া করে লাশ ট্রাকের ওপর রেখে পেট্রোল দিয়ে আগুন দিয়েছেন। কোথায় ছিল আপনাদের মানবিক সত্ত্বাটুকু? কীভাবে আপনারা তা পারলেন, এই নির্দেশ দিলেন, এই গণহত্যা সংঘটিত করলেন? ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদের খুন করলেন, তাদের লাশগুলো গুম করলেন।

তিনি আরও বলেন, কেউ কেউ প্রশ্ন করেন নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা? আমরা বলি আগে গণহত্যার বিচার হোক। ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের হিসাবটা পাক। জনগণই রায় দেবে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা। রাজনীতির নাম যদি গণহত্যা হয়, এমন দল বাংলাদেশের মানুষ বরদাশত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয়, জনগণ যাকে পছন্দ হয় তাকে বরণ করে নেবে।

জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়। বরং গণহত্যাকারী একটা সিন্ডিকেট। আমরা আওয়ামী লীগকে আহ্বান জানাবো, আমরা যা বলেছি তা আদালতে গিয়ে মিথ্যা প্রমাণ করুক।

তিনি বলেন, সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে জামায়াতে ইসলামীকে। নেতৃবৃন্দকে একে একে ফাঁসি দেওয়া হয়েছে। কুরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। গুম করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে। ঘরবাড়ি বিধ্বস্ত করা হয়েছে। আমাদের সবগুলো রাজনৈতিক কার্যালয় বন্ধ করে রেখেছে। শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক আত্মহত্যার চারদিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছে।

যারা আমাদের পয়লা আগস্ট নিষিদ্ধ করলেন, মাত্র চারদিনের মাথায় আল্লাহ তাদের মানুষের মনে নিষিদ্ধ করে দিলেন। এখানে আমাদের কোনো বাহাদুরি নেই। অনেকে আন্দোলনের কৃতিত্ব দাবি করেন, অনেকে আন্দোলন মানতেও পারেন না। আমরা বলি এর মূল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আল আমিনের। তিনি জাতির সন্তানদের হিম্মত দিয়েছিলেন বুক সোজা করে দাঁড়াবার, তাই ফ্যাসিবাদের পতন হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। বক্তব্য দেন শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা জাকির হোসেন, অসিম কুমার হালদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন