ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুরু
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় পৌর স্টেডিয়ামে দিন ব্যাপী এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
বালকদের উদ্বোধনী খেলায় কাঠালিয়া উপজেলা দল সদর উপজেলা দলকে টাইব্রেকারে ৪/৩ গোলে এবং বালিকাদের খেলায় দল রাজাপুর উপজেলা দল নলছিটিকে টাইব্রেকারে ৩/২ গোলে পরাজিত করে। লেখাপড়ার পাশাপাশি শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মাধ্যমে তাদের সু-নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে দেশে তারুন্যের উৎসব ২০২৫ এর আওতায় এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে জেলার চার উপজেলার বালক ও বালিকাদের মোট ৮টি দল অংশ নিচ্ছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। জেলা প্রথমিক শিক্ষা অফিসার আ.ব.ম. আসাদুল আলম এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার উজ্জ্বল রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান প্রমুখ বক্তব্য রাখেন।