ডার্ক মোড
Wednesday, 22 January 2025
ePaper   
Logo
প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্ত এর প্রথম কবিতার বই

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্ত এর প্রথম কবিতার বই "মৌন বৃক্ষের রাত্রিদিন"

সাগর চৌধুরী, চাঁদপুর

প্রকাশিত হচ্ছে কবি আরিফুল ইসলাম শান্তের প্রথম কাব্যগ্রন্থ 'মৌন বৃক্ষের রাত্রিদিন'। আরিফুল ইসলাম শান্ত দীর্ঘ সময় ধরে দেশের জাতীয় ও স্থানীয় পত্রিকা, লিটলম্যাগ ও যৌথ সংকলনে কবিতা লিখছেন নিয়মিত। তার দীর্ঘ যাপনের অভিজ্ঞতা থেকে লেখা ৩৮টি কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে এই গ্রন্থটি।

বইটি সম্পর্কে কবি আরিফুল ইসলাম শান্ত বলেন, মৌন বৃক্ষের রাত্রিদিন কাব্যগ্রন্থে প্রেম-বিরহ, বিদ্রোহ, বিপ্লব ও আধ্যাত্মিকধর্মী কবিতার সম্মিলন হয়েছে। আশা করছি, কবিতায় পাঠকরা নিজস্ব চিন্তার খোরাক পাবেন।

চৈতন্য পাবলিকেশন্সের কর্ণধার রাজিব চৌধুরী জানান, বইটি ঢাকা ও চট্টগ্রাম বইমেলায় পাওয়া যাবে। এছাড়া বইটি বাতিঘর, রকমারি ও চৈতন্য থেকে পাঠক সংগ্রহ করতে পারবেন।আসছে অমর একুশে গ্রন্থমেলা-২০২৫ উপলক্ষে বইটি প্রকাশ করছে চৈতন্য, প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য।

বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। পৃষ্ঠা সংখ্যা ৪৮।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন