ডার্ক মোড
Friday, 18 October 2024
ePaper   
Logo
ড. ইউনূসের পদত্যাগের দাবিতে যুক্তরাষ্ট্রে আ. লীগের বিক্ষোভ

ড. ইউনূসের পদত্যাগের দাবিতে যুক্তরাষ্ট্রে আ. লীগের বিক্ষোভ

যুুক্তরাষ্ট্র ব্যুরো

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্য-মূল্য নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দেয়া’র অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে ১৩ অক্টোবর রাতে নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ বিক্ষোভে বক্তৃতাকালে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান অভিযোগ করেন, বাংলাদেশের মানুষ স্বস্তিতে নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দুর্বৃত্তরা লুট-তরাজ শেষে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এসব অন্যায়-অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ দূরের কথা কোন কথাও বলতে পারছেন না কেউ। অথচ ড. ইউনূসরা বৈষম্যহীন সমাজের অঙ্গিকারে গদি দখল করেছেন অসাংবিধানিক পন্থায়।

এই বিক্ষোভে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন হিন্দাল কাদির বাপ্পা, শরিফ কামরুল হীরা, আব্দুল হামিদ, শাহানারা রহমান, মমতাজ শাহনাজ, ইমদাদ চৌধুরী, শাহীন আজমল, শেখ জামাল, দরুদ মিয়া রনেল, ফারুক আহমেদ, ইকবাল হোসেন, মাহমুদুল হাসান, জাহিদ হোসেন প্রমুখ।

‘এই মুহূর্তে দরকার-শেখ হাসিনার সরকার’, ‘শেখ হাসিনার সরকার-বারবার দরকার’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত বিক্ষোভের বক্তারা উল্লেখ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেফতার-নির্যাতনের হরিবল অবস্থা চলছে বাংলাদেশে।

বিদেশে অবস্থানকারীদেরকেও হত্যা মামলার আসামী করা হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে নাজেহালের অভিপ্রায়ে গ্রেফতারের ঘটনাই যেন এখন অন্তর্বর্তী সরকারের একমাত্র দায়িত্ব বলে প্রতিয়মান হচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন