ডার্ক মোড
Friday, 18 October 2024
ePaper   
Logo
আড়াইহাজার মাদক ব্যবসায়ীর ৬ মাসের জেল

আড়াইহাজার মাদক ব্যবসায়ীর ৬ মাসের জেল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কামরুজ্জামান ভুইয়া ওরফে মুকুল (৫১) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে । গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বিজয়নগর দড়িগাও গ্রামে অভিযানের মাধ্যমে মাদক বিক্রির সময় হাতে-নাতে পেয়ে এই সাজা প্রদান করা হয় । সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী মুকুল ওই গ্রামের আলাউদ্দিন ভুইয়ার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: খোরশেদ আলম জানান, মুকুল দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিল। ইতিপূর্বে একাধিকবার সে গ্রেফতার হয়েছে। ছাড়া পেয়ে আবারও মাদক বিক্রি শুরু করে।

ঘটনার দিন গোপনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানের নেতৃত্বে বিজয় নগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সময় মাদক বিক্রি ও সেবন হাতে-নাতে পেয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শত টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

অভিযানের সময় থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আতাউর রহমান সজিবসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন