ডার্ক মোড
Friday, 18 October 2024
ePaper   
Logo
লামায় কেন্দ্রীয় সমবায়ের ২য় বার চেয়ারম্যান নির্বাচিত শাহ জাহান

লামায় কেন্দ্রীয় সমবায়ের ২য় বার চেয়ারম্যান নির্বাচিত শাহ জাহান

লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের(বিআারডিব) ব্যবস্থাপনা কমিটি’র নির্বাচন’২৪ অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্রীয় সমিতির অধীনে ৭১ সমিতির মধ্যে ২২ সমিতির প্রতিনিধিরা ভোট প্রদান করেন।

বহুল আলোচিত এ ভোটযুদ্ধে ১২ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন বর্তমান চেয়ারম্যান মো.শাহ্ জাহান।তার নিকটতম প্রতিদ্বন্ধী এস এম আবু তাহের পান ১০ ভোট। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিআরডিবি কার্যালয়ে একটানা ভোট গ্রহণ অনুুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি,জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রহিম উদ্দিন ও লামা কেসিসি সমিতি লিমিটেডের সদস্য মো. নুরুল করিম আরমান নির্বাচন পরিচালনা কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন। ভোট গণনার পর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন।

এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তীসহ প্রার্থী, প্রার্থীর এজেন্ট, পুলিশ ও ভোটারগন উপস্থিত ছিলেন। এর আগে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় গিয়াস উদ্দিন সহ সভাপতি, মো. জামাল হোসেন, ক্যাচিংহ্লা মার্মা, বিশ্বনাথ দে, মো. আবু তাহের, মাবুং মার্মা ও আবুল হোসেন সদস্য পদে নির্বাচিত হন।

নির্বাচনে মো. শাহ জাহান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন,নব নির্বাচিত নেতৃবৃন্দরা আগামী তিন বছর সমিতির দায়িত্ব পালন করবেন। সুষ্ঠ,নিরপেক্ষ ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ,বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, ভোটার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন