Dark Mode
Tuesday, 14 October 2025
ePaper   
Logo
মহাখালী ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ব্যক্তির মৃত্যু

মহাখালী ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ব্যক্তির মৃত্যু

 নিজ্বস প্রতিনিধি

রাজধানীর মহাখালী এলাকার একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম মীর হোসেন (৫৫)।

ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

ঘটনায় দগ্ধ হওয়ার পর ১৭ আগস্ট রাতে মীর হোসেনকে হাসপাতালের ভর্তি করা হয়। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় তাকে পরে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানান ডা. শাওন। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে বলে জানান চিকিৎসক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রবিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে মহাখালীর একটি ফিলিং স্টেশনে আগুন লাগে।

গুরুতর অবস্থায় ঘটনাস্থল থেকে মীর হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!