
বাসায় ঢুকে ‘ফ্যাসিস্ট’ বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
নিজ্বস প্রতিনিধি
রাজধানীর মিরপুরের পশ্চিম মণিপুরের একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মো. মিন্টু মিয়া (৩৫), মো. রতন মিয়া (৩৪) ও মো. ইসমাইল হোসেন (২৪)।
তিনি জানান, ৬ জুলাই রাত ১০টার দিকে গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন পশ্চিম মণিপুরের প্রতীক ভিলা নামক একটি বাসায় হামলা চালান।
তারা ওই বাসার বাসিন্দাদের জিম্মি করে ‘ফ্যাসিস্ট’ বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগীরা বিভিন্ন উপায়ে তাদের পাঁচ লাখ টাকা দেন।
পরে রাত ৩টার দিকে পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে আদায় করা চাঁদার ১৬ হাজার টাকা এবং ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?