
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ৭০০ সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
ফেনী প্রতিনিধি
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সাড়ে ৭০০ সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রোববার ১৬ মার্চ বিকেলে ফেনী শহরের ১০ নম্বর ওয়ার্ডস্থ এলাহি বক্স ভুঁইয়া বাড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌর- প্রশাসক গোলাম মো. বাতেন।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা বিভাগের উপ পরিচালক মো. সাইফুল ইসলাম চৌধুরী, ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী পৌরসভার সাবেক ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক ভুঁইয়া বেলাল, সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন।এতে সভাপতিত্ব করেন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক জহির উদ্দিন মনির।