
রাউজানে হক কমিটির ইফতার সামগ্রী বিতরণ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াজিষপুর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানুল মোবারক ও মহান ২২শে চৈত্র গাউসুল আযম বিল বেরাসত হযরত মাওলানা শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.)'র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সংগঠনের দায়রা শরীফে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ তসলিম উদ্দীন। সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান উদ্দীন বাবলু ও কার্যকরী মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াজিষপুর শাখার উদ্যোগেসদস্য মোহাম্মদ সুমন চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদেন সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ আলী মাস্টার,আনিস উল খাঁন বাবর, মৌলানা তরিকুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা সদস্য কাজী হেলাল উদ্দিন,বেদারুল ইসলাম,আবু আলম চৌধুরী বাবুল, মোহাম্মদ মুসা,জয়নাল আবেদীন মাষ্টার, ইদ্রিস মিয়া, শেখ মাঈনুদ্দীন,মোহাম্মদ দিদারুল আলম, নাছির উদ্দীন, ফরিদ উদ্দিন,কাজী এরশাদুল ইসলাম জুয়েল,মৌলানা সাজ্জাদ হোসাইন,ডাক্তার হাফিজুর রহমান।