ডার্ক মোড
Wednesday, 19 March 2025
ePaper   
Logo
মিরসরাইয়ে কার্ভারভ্যানে চাপায় স্কুল শিক্ষিকা নিহত

মিরসরাইয়ে কার্ভারভ্যানে চাপায় স্কুল শিক্ষিকা নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে কার্ভারভ্যানের চাপায় মীরা রানী ভৌমিক(৫৩) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে আহত হয়েছে দুই জন।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার বড়তাকিয়া মাজার গেইট এলাকায় দ্রুত গতির মিনি কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুল শিক্ষিকা মীরা রানী ভৌমিককে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হয়েছেন। তিনি স্থানীয় খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

এ ঘটনায় আহত হয়েছেন জোরারগঞ্জ থানা গোবিন্দপুর এলাকার শ্যামল নাথের পুত্র অরুপ নাথ(১৮), অরুপ নাত নিজামপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, অপর জন স্বপন নাথ (৭০) রাজমিস্ত্রী। স্বপন নাথের অবস্থা অবনতি হওয়ায় স্থানীয় রেডিয়েন্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মীরা রানীর মৃত্যুর খবর নিশ্চিত করেন রেডিয়েন্স হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাক্তার কে এম সাইফুল্লাহ রেজা।

স্থানীয়রা জানান গাড়িতে উঠার জন্য এখানে তারা দাঁড়িয়েছিল। এসময় মিনি ক্যাভারভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত ও দুই জন আহত হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এস আই মিনার হোসেন জানান গাড়িতে উঠার জন্য যাত্রী চাউনির পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। দুপুর দেড়টার দিকে চট্টগ্রামমুখী একটি মিনি কাভার্ডভ্যান নং ঢাকা-মেট্টো:- ১২- ৪৭৩২) নিয়ন্ত্রণ হারিয়ে চাপাদিলে এই সময় দাঁড়িয়ে থাকা তিন জনের মধ্যে ঘটনাস্থলেই মীরা রানী ভৌমিকের মৃত্যু হয়। এক ঘটনার গাড়ির ড্রাইভারকে আটক করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন