ডার্ক মোড
Wednesday, 19 March 2025
ePaper   
Logo
দোহারে আইন-শৃঙ্খলা উন্নতিকরনের লক্ষে সভা

দোহারে আইন-শৃঙ্খলা উন্নতিকরনের লক্ষে সভা

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহার উপজেলার আইন শৃঙ্খলা উন্নতিকরনের লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বেলা ১১ টার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা জুড়ে চলমান জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিশেষ করে কৃষি জমির টপ সয়েল রক্ষায় চলমান পুকুর খননসহ সব ধরনের জমিতে খনন নিষিদ্ধ, পদ্মা নদীর বুক চিরে বালু উত্তোলন বন্ধে নৌ-পুলিশের টহল বৃদ্ধিকরন ও দোহার সিমান্তে নদীতে ড্রেজার চালনা বন্ধ করতে বিশেষ সর্তকবার্তা প্রদান, চুরি-ডাকাতি বন্ধে টহল বৃদ্ধি ও প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্য নেওয়া, মাদক স্পটগুলো চিহ্নিতকরন ও ধ্বংস করা, ব্যাটারী চালিত অটো রিক্সার দৌরাতœ বন্ধ ও যানজট নিরশনে কাজ করা, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ করা,এছাড়াও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন বিষয়ে সমাধান নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভ‚মি)তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল আওয়াল, দোহারে সেনাবাহিনীর দায়িত্বে ক্যাপ্টেন রেজা আহম্মেদ, দোহার থানা ওসি(তদন্ত) নুরুন্নবী,কুতুবপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নুরুল আলম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম হোসেন,উপজেলা শিক্ষা অফিসার রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.তুরাজ,দোহার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আদনান মাসুদ, শহিদুল ইসলাম, সোহেল বেপারী, নাগরিক কমিটির সাব্বির হোসেন, দোহার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সমকাল দোহার প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু প্রমুখ।

এছাড়াও ২৫ মার্চ সেই ভয়াল কালো রাত ও ২৬ মার্চ যথাযথ মর্যাদায় জাতীয় দিবস উদযাপন ও পালনের লক্ষে উপস্থিতি সবাইকে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম আহবান জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন